শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রস্তুতি ম্যাচের ভেন্যু সিলেট!

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ সফরে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ভেন্যু নিয়ে চলছে রশি টানাটানি। জলাবদ্ধতার কারণে পূর্ব নির্ধারিত ফতুল্লা হয়ে পড়েছে খেলার অনুপযোগী। বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত করা হচ্ছে বিকেএসপিকে। কিন্তু অস্ট্রেলিয়া দলের সেখানে খেলতে অনাগ্রহ। বিসিবি এবার তাই প্রস্তাব করেছে সিলেটের নাম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান গতকাল  অনুশীলন ম্যাচ দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জানান, অস্ট্রেলিয়া চাচ্ছে প্রস্তুতি ম্যাচটা মিরপুরে হোক। কিন্তু এটা সম্ভব নয়। তিনদিনে টেস্ট উইকেট প্রস্তুত করা কঠিন ব্যাপার। আমরা বিকেএসপি ও ফতুল্লা রেখেছিলাম। ওরা বিকেএসপি যেতে চাচ্ছে না। যেহেতু সময়টা বেশি লাগবে। যতটুকু সুবিধা দেয়া দরকার দেয়া হবে। এক ঘণ্টার মধ্যে বিকেএসপিতে পৌঁছানোর ব্যবস্থাও আমরা করব। তবে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আমরা আরেকটা অপশন দিয়েছি। সেটা সিলেট। যেন বিমানে এক-দুদিন আগে গিয়ে খেলে আসতে পারে। ইতিমধ্যে বিসিবি থেকে সিলেটের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ম্যাচের জন্য সিলেট প্রস্তুত কিনা। সিলেট থেকে স্থানীয় সংগঠকরা বিসিবিকে জানিয়েছেন, ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত সিলেট। আগামী ২২  ও ২৩ আগস্টের প্রস্তুতি ম্যাচের ভেন্যুর তালিকায় এখন আর ফতুল্লার নাম নেই নিশ্চিতভাবেই। যে দুটি নাম আছে সেটি, বিকেএসপি ও সিলেট। এ দুটির মধ্যে যেখানেই খেলতে রাজী হবে অস্ট্রেলিয়া, সেখানেই সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে ম্যাচ আয়োজন করবে বিসিবি।

অনলাইন আপডেট

আর্কাইভ