শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সরাইলে ঝরে পড়া শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার বিকালে  সেভ দ্য চিলড্রেনের সহগোগিতায়  ঝরে পড়া একশত শিক্ষার্থীদের কারীগরি প্রশিক্ষণ শেষে সাটিফিকেট বিতরণ  করেছে।
সাটিফিকেট বিতরণ  শেষে ৪৯জন দক্ষ কারীগরি শিক্ষার্থীদেরকে “রিডাক লেদার এন্ড লাগেজস কোম্পানী’তে” চাকুরীর নিশ্চয়তা দেয়া হয়েছে।
সাটিফিকেট বিতরণ  অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(অ:দা:) মোহাম্মদ ইকবাল হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রস্ক-২ প্রকল্প পরিচালক  ও অতিরিক্ত সচিব  ড.এম. মিজানুর রহমান। বিশেষ অতিথি রস্ক -২ প্রকল্পের উপ-পরিচালক শাহাদাত হোসেন ,সহকারী পরিচালক মো: নুরুজ্জামান মল্লিক , সেভ দা চিলডেন ডেপুটি ডিরেক্টর  নিশাত আফরোজ মির্জা , সিপিডির  নির্বাহী পরিচালক মোছলিমা বারী, রস্ক প্রকল্পের  প্রোগ্রাম সুপার ভাইজার মো: রফিকুল ইসলাম, “রিডাক লেদার এন্ড লাগেজস কোম্পানী পরিচালক মো:দিদারুল হক মিজান, প্রোগ্রাম সুপার ভাইজার মো: রফিকুল ইসলাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ