শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রত্নাই নদীর ব্রীজের উভয় পাশে অবৈধ দখলে ভাঙ্গনের আশংকা

লালমনিরহাট সংবাদদাতা: দুড়াকুঠি বাজার সংলগ্ন রত্নাই নদীর উপরে অবস্থিত ব্রীজের উভয় পাশে অবৈধ ভাবে দখলে নিয়ে মাটি দিয়ে ভরাট করে চাষাবাদ ও গাছের বাগান করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুঠি বাজার সংলগ্ন রত্নাই নদীর কিছু এলাকা স্থানীয় একটি প্রভাবশালী মহল অবৈধ ভাবে দখলে নিয়ে চাষাবাদ করলে পানির গতি ভিন্ন পথে প্রবাহিত হওয়ায় বর্তমানে চরম হুমকীর মুখে পড়েছে ওই নদীর তীরবর্তী মানুষ জন।
অথচ বিগত ৫ বছর আগে সরকারী অর্থ বরাদ্দে নদীর গতি শাসনের লক্ষ্যে সংস্কার করা হলেও স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তির কারণে ভাঙনের মুখে পড়তে পারে বলে এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

অনলাইন আপডেট

আর্কাইভ