শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইরাকে প্রীতি ম্যাচ খেলবে কিংবদন্তী ফুটবলাররা

যুদ্ধ বিধ্বহমশ ইরাকে কিছুটা সময়ের জন্য হলেও সাধারণ মানুষের মনে স্বহিমশ ফিরিয়ে আনতে একটি প্রীতি ম্যাচে আগামী মাসে বেশ কিছু সাবেক তারকা ফুটবলার অংশ নিবে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। আগামী ৯ সেপ্টেম্বর ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর মাধ্যমে প্রায় ৬৫ হাজার সমর্থক ম্যাচটি উপভোগ করতে পারবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় শীর্ষ ক্লাবগুলোর সাবেক শীর্ষ তারকারাই এই ম্যাচে অংশ নিবে। এ সম্পর্কে আর্জেন্টিনা ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার হারনান ক্রেসপো গণমাধ্যমে বলেছেন, ‘ইরাকী বন্ধুদের সাথে একত্রিত হয়ে আমরা আমাদের সেরাটা দেবার চেষ্টা করবো। ’এই ম্যাচে আরো অংশ নিচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডার মাইকের সালগাডো। তার সাথে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ক্রেসপো এই মন্তব্য করেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক রাইট-ব্যাক সালগাডো মনে করেন ইরাকে কিংবদন্তীদের এই ম্যাচের মাধ্যমে ইরাকের সাধারণ মানুষ অন্তত ৯০ মিনিট তাদের জীবনের কঠিন মুহূর্তগুলোকে ভুলে থাকতে পারবে। এই ম্যাচে আরো অংশ নেবার কথা রয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তী জিকো ও রিভালদো, বার্সেলোনার সাবেক পর্তুগীজ মিডফিল্ডার ডেকোর। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ