ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১২তম আসরে ‘সি’ গ্রুপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অপর দুই দল কানাডা ও নামিবিয়া। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮ আসরের গ্রুপ ও সময়সূচি ঘোষণা করে।

১২তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। চার গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে খেলবে তারা। প্রতি গ্রুপের শীর্ষ দু’দল খেলবে সুপার লিগ রাউন্ডে। বাকি আট দল অংশ নেবে প্লেট চ্যাম্পিয়নশিপে। এরপর সুপার লিগ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল থাকবে টুর্নামেন্টে।

‘এ’ গ্রুপে রয়েছে- বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছিলো ক্যারিবীয়রা।

‘বি’ গ্রুপে থাকছে- বর্তমান রানার্স-আপ ও তিনবারের চ্যাম্পিয়ন ভারত, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি।

‘সি’ গ্রুপে বাংলাদেশ লড়বে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নামিবিয়া ও কানাডার। ১৩ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা। আর ১৮ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। গেল বছর ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ।

‘ডি’ গ্রুপে রয়েছে- দু’বারের চ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। উদ্বোধনী দিন চারটি গ্রুপের আটটি দলেরই খেলা রয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইর বে-ওভালে হবে ফাইনাল ম্যাচ।

২২ দিনের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে নিউজিল্যান্ডের চারটি শহরের মোট সাতটি ভেন্যুতে। ২০০২ ও ২০১০ সালের পর তৃতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে নিউজিল্যান্ড।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি :

১৩ জানুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া (ভেন্যু- বার্ট সাটক্লিফ ওভাল, লিনক্লন)।

১৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম কানাডা (ভেন্যু- বার্ট সাটক্লিফ, লিনক্লন)।

১৮ জানুয়ারি : বাংলাদেশ বনাম ইংল্যান্ড (ভেন্যু- জন ডেভিস ওভাল, কুইন্সটাউন)। সূত্র: বাসস। 

অনলাইন আপডেট

আর্কাইভ