শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ইয়েমেনের ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হলো একমাত্র বেঁচে যাওয়া শিশুকে

২৮ আগস্ট, নিউইয়র্ক টাইমস : বিমান হামলায় গুড়িয়ে যাওয়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে চার বছর বয়সী মেয়েটিকে টেনে তুলে আনেন উদ্ধারকারীরা। মেয়েটি তার  পরিবারের একমাত্র জীবিত সদস্য।
ইয়েমেনের রাজধানী সানায় তাদের অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালানো হলে মেয়েটি ছাড়া পরিবারের অন্য সবাই নিহত হয়।
প্রতিবেদনের খবর অনুযায়ী, হামলায় বুথাইনা মোহাম্মাদ মানসুর নামে ছোট ওই মেয়েটি তার পরিবারের ৮ জন সদস্যকে হারিয়েছে। এতে প্রকাশিত ছবিতে দেখা যায় উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে মেয়েটি উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। তার পরনের উজ্জ্বল লাল টপ এবং ক্ষুদ্র জিন্সের প্যান্ট ধুলোয় আচ্ছাদিত।
উদ্ধারের পর মেয়েটিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ওই হামলা উদ্দেশ্য তাদের আবাসিক ভবনকে ঘিরে ছিল না। কিন্তু এটি পাশের একটি খালি ভবনে আঘাত হানে এবং তা সেখানকার পুরো আবাসিক ব্লকের পতন ঘটায়। হামলায় তার পাঁচ ভাই-বোন, তার বাবা-মা ও চাচা মারা যায়।
 রেডক্রস ইন্টারন্যাশনাল কমিটির একটি প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় মোট ১৪ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ