শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

সব দলের বিপক্ষেই ইনিংসে সাকিবের ৫ উইকেট

সব দলের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে কৃতী স্থাপনকারী সাকিব আল হাসানকে অভিনন্দিত করছেন সতীর্থ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার : টেস্ট ক্রিকেটে সব দলের বিপক্ষেই ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৮ রানে ৫ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন। এমন একটা রেকর্ডের অপেক্ষাতেই ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট তুলে নিয়ে নয়টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা  টেস্ট শুরু হওয়ার আগে নতুন এই রেকর্ডের দ্বারপ্রান্তে ছিলেন সাকিব। অবশেষে অস্ট্রেলিয়ার সফরের পরেই রেকর্ডটি নিজের করে নিলেন। হ্যাজলউডকে ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে রীতিমতো অনন্য এই রেকর্ডের মালিক বনে যান।  বিশ্ব ক্রিকেটে এমন কীর্তি গড়েছেন মাত্র তিনজন বোলার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব প্রতিপক্ষের বিপক্ষে এ কীর্তি গড়ছেন শ্রীলঙ্কারই দুইজন- মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথ। এছাড়া দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনও আছেন এ তালিকায়। এরপরেই চতুর্থ ক্রিকেটার হিসেবে এমনটি করে দেখালেন সাকিব। সাকিব রবিবার একটি উইকেট নিয়ে কিছুটা এগিয়ে  রেখেছিলেন নিজেকে। গতকাল সকালে শুরুতে মেহেদী হাসান মিরাজ অসি অধিনায়ক স্মিথকে ফেরালে অন্যপাশ থেকে চেপে ধরেন সাকিব। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই রেনশ এবং ম্যাক্সওয়েলকে ফেরান। তাতে বাংলাদেশের ১০০ রান লিড পাওয়ার সম্ভাবনাও জাগে। কিন্তু অ্যাস্টন অ্যাগার ও প্যাট কামিন্সের প্রতিরোধে ৪৩ রানের লিড নিতে সক্ষম হয় বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল আট উইকেটে ১৯৩। ২১৭ রানের ইনিংসটা আর বড় করতে দেননি সাকিব। শেষ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে রেকর্ড বুকে প্রবেশ করেন। এর আগে রবিবার দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতেও হাল ধরেছিলেন। নিজের ৫০তম টেস্টে ব্যাট হাতে ৮৪ রানের ইনিংস  খেলে দলের স্কোরবোর্ডকে ২৬০ রান পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। সাকির এই নিয়ে ১৬তমবারের মত ৫ বা ততোধিক নিয়েছেন তিনি। আর দেশের মাটিতে এই নিয়ে ১২বার ৫ বা ততোধিক উইকেট নেয়ার কীর্তি গড়লেন সাকিব। ঢাকা টেস্টের আগে দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারে ৪৯টি ম্যাচ খেলেছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। আগের ৪৯ টেস্টে  অস্ট্রেলিয়া ছাড়া  টেস্ট প্লেয়িং সকল দেশের বিপক্ষেই ৫ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ড ছিল সাকিবের। শুধুমাত্র বাকী থাকা  অস্ট্রেলিয়ারর বিপক্ষে সেই অপূর্ণ স্বাদটাও আজ  নিয়ে নিলেন সাকিব। ঢাকা টেস্টে ২৫ দশমিক ৫ ওভার বোলিং করে অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ, নাথান লিঁও, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে শিকার করেন সাকিব। নিজের টেস্ট ক্যারিয়ারে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন সাকিব।

অনলাইন আপডেট

আর্কাইভ