শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চুয়েটে ‘মেকানিক্স অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বর্ণাঢ্য আয়োজনে ‘মেকানিক্স অলিম্পিয়াড’ ৩ আগস্ট  অনুষ্ঠিত হয়েছে। এবারের মেকানিক্স অলিম্পিয়াডের প্রতিপাদ্য বিষয় “টেকসই উন্নয়নের জন্য পুরকৌশল”। সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের ৪৩তম ব্যাচের বিদায় উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। চুয়েটের   ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম পুরকৌশল ভবনে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন।এবারের ‘মেকানিক্স অলিম্পিয়াড’ প্রতিযোগিতায় মোট চারটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় আপ’কে সনদপত্র ও নগদ প্রাইজমানি প্রদান করা হয়। দিনব্যাপী এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিলো রয়েল সিমেন্ট লিমিটেড। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মোজাম্মেল হক, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ হযরত আলী, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূইয়াঁ, বেপজা’র সাবেক বোর্ড মেম্বার (প্রকৌশল) জনাব প্রকৌশলী এ.এ.এম জিয়া হোসেন, সিডিএ’র প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দীন চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ