শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাসিকের দ্রুত সময়ে বর্জ্য অপসারণে সিটি মেয়রকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

রাজশাহী অফিস : পবিত্র ঈদ-উল-আযহার দিন কোরবানির বর্জ্য অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশন বিশেষ কর্মসূচি গ্রহণ করায় ঐদিন ১২ ঘণ্টার মধ্যেই সকল আবর্জনা অপসারণ করে মহানগরীকে পরিচ্ছন্ন করা সম্ভব হয়। সফলভাবে এই কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, হড়গ্রাম বাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখা, বুলনপুর যুব উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তাঁরা উল্লেখ করেন, মেয়রের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় অতিদ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করায় মহানগরীর পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বিদ্যমান রয়েছে। এজন্য তাঁরা মেয়রকে ধন্যবাদ জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ