শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঈদুল আযহা উপলক্ষে তিতাসে নৌকা বাইচ

দাউদকান্দি(কুমিল্লা)সংবাদদাতা : গত সোমবার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের  উজিরাকান্দি থেকে জগতপুর জলাশয়ে এক বিরাট নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদুল আযহা উপলক্ষে এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরীতে ২০টি নৌকা অংশ গ্রহণ করে। প্রথম স্থান অধিকারী ৩২ বৈঠা বিজয়ী নৌকা ৩২ইঞ্চি এলসিডি টেলিভিশন, দ্বিতীয় স্থান অধিকারী ২২ বৈঠা নৌকা স্মার্ট মোবাইল ফোন ও তৃতীয় স্থান অধিকারী  ১৮ বৈঠা নৌকাকে কলস প্রদান  করেন অতিথি বৃন্দ। আমেরিকা প্রবাসী ডা. মাহফুজুল ইসলাম ববিন এর সভাপতিত্বে ও সাবেক প্যানেল চেয়ারম্যান মীর শওকত লিটনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার।  সমাজ সেবক মো. জাকির হোসেনের আর্থিক সহযোগিতায় পুরস্কার  বিতরণ ও নৌকা বাইচ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, মোজাম্মেল হক টিটু, কাজী কাইয়ুম ও নুর মোহাম্মদ লালন সিকদার প্রমুখ। কয়েক কিলোমিটারব্যাপী হাজার হাজার বিভিন্ন নারী-পুরুষ ও শিশুরা নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
কাবাডি অনুষ্ঠিত
ঈদুল আযহা উপলক্ষে গত সোমবার তিতাস উপজেলার কানাই নগর বালুর মাঠে এক প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত  হয়েছে। উক্ত খেলায় ১৬-১৩ পয়েন্টের ব্যবধানে জুনিয়ার দলকে হারিয়ে সিনিয়র দল জয়লাভ করে। সমাজ সেবক মো. এরশাদুজ্জামানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সদর সালমা ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল আলম মুরাদ, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর খান মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি মো. সারোয়ার হোসেন বাবু, সমাজ সেবক মোজাম্মেল হক টিটু ও আক্তারুল হক মাষ্টার প্রমুখ। প্রচুর দর্শক চিরায়ত বাংলায় ঐতিহ্য কাবাডি খেলা উপভোগ করেন পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ