শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আগামী বছর যুক্তরাষ্ট্র সফরে যাবেন বাদশাহ সালমান

৭ সেপ্টেম্বর, এসপিএ/আল আরাবিয়া/ইন্ডিয়ান এক্সপ্রেস : আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আজিজ। সৌদি প্রেস এজেন্সী’র (এসপিএ) গত  বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাদশাহ সালমান। হোয়াইট হাউসের এক বিবৃতিতেও বলা হয়েছে ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাবেন বাদশাহ সালমান।
বিবৃতিতে আরও জানানো হয়, নিজেদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দুই দেশের রাষ্ট্রনায়ক পর্যালোচনা করেছেন। নিজেদের দেশে উন্নয়নের মধ্য দিয়ে বিশ্বকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। এক্ষেত্রে পরস্পকে যে কোন সহযোগিতা করতে প্রস্তুত তারা।
ট্রাম্প আরো বলেছেন, মধ্যপ্রাচ্যকে নিরাপত্তা প্রদানে যে কোন পদক্ষেপ নিতে রাজি আছেন তিনি। বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। নিজেদের শক্তি ও সামর্থ বাড়তে হবে। যাতে শত্রু প্রতিহত করা যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ