শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রোহিঙ্গা ইস্যুতে সু চিকে সমর্থন আঞ্চলিক রাজনৈতিক অস্থিতিশীলতার আগাম সংকেত -----মুসলিম লীগ

আরাকান রাজ্য তথা রাখাইন স্টেটের অসহায় রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার সরকারি বাহিনীর পৃষ্ঠপোষকতায় বীভৎস গণহত্যা ও বাংলাদেশে পুশ ইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত এক মানববন্ধনে নেতৃবৃন্দ  বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর বীভৎস গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার মাধ্যমে  মগের মুল্লুক শব্দের যথার্থতা মগেরা প্রমাণ করেছে। বাঙালি আখ্যা দিয়ে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে পুশ ইনের মিয়ানমার সরকারের বর্বর পরিকল্পনা সফল হয়েছে ভেবে তাদের তৃপ্তির ঢেকুর তোলার কোন অবকাশ নেই। বাংলাদেশের জনগন তাদের সাময়িক আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করেছে মাত্র। অবিলম্বে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের তাদের সকল নাগরিক অধিকার সহ ফেরত নিতে হবে। কূটনৈতিক তৎপরতায় এ সমস্যা সমাধানে আগ্রহী না হলে দেশের ১৬কোটি জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে মিয়ানমারকে তা মেনে নিতে বাধ্য করবে।

পাশাপাশি মিয়ানমার নেত্রী সু চির এই ধরনের অমানবিক ধ্বংসাত্মক নীতিকে প্রতিবেশী একটি বৃহদাকার দেশের প্রধানমন্ত্রীর সরাসরি সমর্থন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি অস্থিতিশীল হয়ে ওঠার আগাম সংকেত বলে উদ্বেগ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যে দেশ ১৯৭১ সনে প্রতিবেশী রাষ্ট্রের কয়েক কোটি উদ্বাস্তু কে আশ্রয় দেয়ার মত উদারতা দেখাতে পারে সেই একই দেশের প্রধানমন্ত্রী কি করে এরকম বর্বর গণহত্যাকে সমর্থন করতে পারে তা আমাদের বোধগম্য নয়?! মিয়ানমারের এ ধরনের বর্বরতা কোন সুস্থ বিবেকবান মানুষই সমর্থন করতে পারে না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের রোহিঙ্গা সেল গঠন করার উদ্যোগকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগের অংশ হিসাবে রাষ্ট্রদূতকে বহিষ্কার সহ সকল সম্পর্ক ছিন্ন করা এমনকি প্রয়োজনে আরো কঠোর নীতি গ্রহণ করুন। দলের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য প্রবীণ রাজনীতিবিদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, আকবর হোসেন পাঠান, শহুদুল হক ভূঁইয়া, এস.এইচ খান আসাদ, এডভোকেট হাবিবুর রহমান, কাজী এ. এ কাফী, খোন্দকার জিল্লুর রহমান, ইঞ্জিঃ ওসমান গনী, শেখ এ সবুর, ডাঃ হাজেরা বেগম, আলেয়া আক্তার আলো, সাংবাদিক ফেরদৌস আহমেদ, ফারুক আহমেদ, আবু বক্কর সিদ্দীক, ছাত্র মুসলিম লীগ নেতা নূর আলম, কাওছার আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ