শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাঁচবিবি কুসুম্বায় ভোটার তালিকা হালনাগাদ রেজিষ্ট্রেশন

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ রেজিষ্ট্রেশনের কার্যক্রম (ছবি তোলা) অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম তদারুকি করেন ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল, সহযোগিতায় ছিলেন ইউপি সচিব, সদস্য, সদস্যা বৃন্দ। কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাচন কার্যালয়ের দক্ষ ডাটা এন্ট্রি অপারেটরবৃন্দ ও  নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।
গত ২৫ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত তথ্য সংগ্রহ কারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। গত ২৯ আগষ্ট থেকে উপজেলার ইউনিয়ন পর্যায়ে রেজিষ্ট্রেশন কার্যক্রম (ছবি তোলা) চলছে।
আগামী ১০ সেম্পেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস
পাঁচবিবিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে ৮ সেপ্টেম্বর স্বাক্ষরতা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসের উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পাঁচবিবি এডিপির সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, ভারপ্রাপ্ত মেয়র নূর হোসেন, উপজেলা এনজিওয় সমন্বয় পরিষদের সম্পাদক বিপ্লব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডিপির শিক্ষা প্রকল্প ম্যানেজার চিত্ত রঞ্জন বালা।

অনলাইন আপডেট

আর্কাইভ