শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঝিনাইদহে সরকারি চাল পাচারের অভিযোগে খাদ্য কর্মকর্তাসহ গ্রেফতার ৩

সংগ্রাম ডেস্ক : কোন রকমের কাগজপত্র ছাড়াই ঝিনাইদহ সদর খাদ্য গুদাম থেকে সরকারি সিলযুক্ত ১০ টন (২শ’ বস্তা) চাল পাচারের অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শীর্ষনিউজ
গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব কমকর্তারা।
ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মনির আহম্মেদ জানান, ঝিনাইদহ শহরের মেছুয়া বাজারের মধূ এন্টারপ্রাইজ নামক একটি চালের দোকান থেকে পাচার হওয়া ১০ টন চালসহ জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জসিম উদ্দিন, দোকানের ম্যানেজার ও মালিকের ভাইকে গ্রেফতার করা হয়। এসময় খবর পেয়ে দোকান মালিক ওলিয়ার রহমান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
ঝিনাইদহ সদর খাদ্য গুদামসহ জেলার বিভিন্ন গুদাম থেকে এভাবেই শত শত টন সরকারি গম ও চাল রাতের আধারে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও রাতের আধারে ভাল চাল বের করে দিয়ে নিম্নমানের চাল গুদামে ঢুকানোর অভিযোগও রয়েছে গুদামের কর্মকর্তাদের বিরুদ্ধে।
র‌্যাব বলছে, চাল পাচারের এসব ঘটনায় আরো বড় বড় রাঘব বোয়ালরা জড়িত থাকার তথ্য রয়েছে তাদের কাছে।
র‌্যাবের এমন বক্তব্যের সাথে মিলিয়ে কেউ কেউ বলছেন জেলা খাদ্য কর্মকর্তা নিজেই এসব অনৈতিক কাজের সাথে জড়িত রয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ