শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এনামুলের

স্পোর্টস রিপোর্টার: অবশেষে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করেছেন এনামুল হক। ৫ বছর আগে হতাশ হয়েছিলেন ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়ে। গতকাল সোমবার খুলনায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন খুলনার এই ওপেনার। ১৭২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আউট হয়েছেন ২১৬ রানে। নতুন ঘরোয়া মৌসুমের এটিই তার প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১২ সালে ফতুল্লায় ঢাকা মেট্রোর বিপক্ষে ১৯৩ ছিল তার আগের সর্বোচ্চ। সেবার ডাবল সেঞ্চুরি থেকে ৭ রান দূরে এলবিডব্লিউ হয়েছিলেন পেসার তারেক আজিজের বলে।দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে এনামুল ব্যাটিংয়ে নেমেছিলেন। দিন শেষ করেন ১০৫ রানে। এরপর তৃতীয় দিনে বৃষ্টি বিঘিœত ৩৯ ওভারের খেলা টিকে যান এনামুল। দিন শেষ করেন ১৭২ রান। চতুর্থ দিন সকালে ৩৩০ বলে ছুঁয়ে ফেলেন ডাবল সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত ২১৬ রানে এলবিডব্লিউ হয়েছেন নাসির হোসেনের বলে।তিনি সাড়ে ৮ ঘণ্টায় খেলায় ৩৫৬ বলের ইনিংসে ১৮টি চার, ২টি ছক্কা হাঁকান। ঘরোয়া আসরগুলোতে সাম্প্রতিক সময়ে এনামুল হকের পারফরম্যান্স খুবই ভালো। তারই ধারাবাহিকতা দেখা গেল এবারের জাতীয় ক্রিকেট লিগে। শুধু ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়াননি, করে ফেললেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

অনলাইন আপডেট

আর্কাইভ