শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দ্রুত খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বেলকুচি উপজেলা জামায়াত নেতৃবৃন্দ নিহত আরিফুলের পরিবারকে শান্তনা দিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করছেন

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা : নৃশংসভাবে আরিফুল ইসলামকে খুন করায় দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন, বেলকুচি উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার জানাযা ও দাফন শেষে বেলকুচি উপজেলা ভাইস্ চেয়ারম্যান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেলের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি জামায়াত প্রতিনিধি দল শোকাহত পরিবারকে শান্তনা দিতে গিয়ে উপস্থিত মহল্লাবাসীর সাথে মতবিনিময়কালে এ দাবি জানান। এ সময় উপজেলা ভাইস্ চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, দ্রুত আরিফুলের খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে মর্মে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ হতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও উপস্থিত বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসী’র সহযোগিতা কামনা করে খুনীদের গ্রেফতারে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় জামায়াত প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য, বেলকুচি পৌরসভা আমীর মাওলানা আবু হোসাইন, সেক্রেটারি গোলাম সারোয়ার, উপজেলা কর্মপরিষদ সদস্য, মাওলানা আহসান হাবীব ও জামায়াত নেতা আব্দুল আলীম রব্বানী প্রমুখ। জামায়াত নেতৃবৃন্দ, নিহত আরিফুলের বাবা-মা ও পরিবারের সাথে কিছু সময় কাটান ও শান্তনা দেন। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় ও সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। জামায়াত নেতৃবৃন্দ, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে, বিশেষ দোয়া করে বাবা-মায়ের উত্তম ধৈর্য্য ধারণের জন্য মহান আল্লাহর দরবারে তাওফিক কামনা করেন। উল্লেখ্য, গত শনিবার আরিফুল ইসলাম (১৩) বাড়ি থেকে জুতা কেনার কথা বলে বেরিয়ে গেলে আর ফিরে আসেনি। ২ দিন পর গত সোমবার আরিফুলের লাশ এক ডোবায় ভেসে ওঠে। খুনিরা আরিফুলকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হাত-পা বেঁধে ডোবায় ফেলে দেয়। নিহত আরিফুল বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া গ্রামের শহীদ মোল্লার ছেলে ও মাদরাসা পড়ুয়া ৭ম শ্রেণির মেধাবী ছাত্র ছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ