শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

ধর্ষককে গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম

নাটোর সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়ায় প্রথম (শিশু) শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষককে গ্রেফতারে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার জামনগর ও চৌধুরী পাড়ার দুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এক মানব বন্ধনে বক্তারা এ আল্টিমেটাম দেন। বক্তারা অভিযোগ করেন শিশু শিক্ষার্থীকে ধর্ষনের মতো লোম হর্ষক ঘটনায় মামলার এক মাস পেরোলেও পুলিশ অদৃশ্য কারনে ধর্ষককে গ্রেফতার করেনি। আগামী সাত দিনের মধ্যে ধর্ষক ভাদুকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা করা হবে বলেও জানান তারা। বুধবার সকালে জামনগর বাজারে মানব বন্ধন চলাকালে সেখানে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের সদস্য ও সাধারন মানুষও অংশ নেয়। এতে বক্তব্য দেন জামনগর চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দুলু হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বানু প্রমুখ। প্রসঙ্গত, গত ৯ আগষ্ট উপজেলার চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিশু শ্রেনীর ওই ছাত্রী  স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলছিল। সেসময় খাবার খেতে দেওয়ার লোভ দেখিয়ে জামনগরের রওশনগিরি পাড়ায় আজগর আলীর ছেলে মুদি দোকানী ভাদু (৩২) নিজের ঘরে নিয়ে ধর্ষন করে। এঘটনায় পরদিন শিশুটির বাবা বাদি হয়ে বাগাতিপাড়া থানায় মামলা করেন। বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ধর্ষককে গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ