শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গোয়াইনঘাটে হাওর অঞ্চলে তাল গাছের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রাকৃতিক দুর্যোগ (বজ্রপাত) মোকাবেলায় হাওর অঞ্চলে তাল গাছের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় গোয়াইনঘাট কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নয়াখেলে গুচ্চগ্রাম রাস্তায় প্রায় ৫শত তালগাছের বীজ রোপন করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মর্কতা আনিছুজ্জামান’র পারচালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খামারবাড়ী ঢাকা’র অতিরিক্তত পরিচালাক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ মোঃ আবুল হাসিম বলেন আমরা মাননীয় প্রধান মন্ত্রী’র নির্দেশে সারা বাংলাদেশে তালগাছের বীজ বপন কর্মসূচি শুরু করেছি, আগামী ১০ বছরের মধ্যে এসব তালগাছ পরিপক্ক হয়ে উঠবে। এতে একদিকে বজ্রপাত মোকাবেলা করবে অন্যদিকে আর্থিক সফলতা হবে। তিনি বলেন অচিরেই আমরা খটো জাতের তালগাছ রোপন করতে বিশ্বের বিভিন্ন দেশে অনুসন্ধ্যান চালিয়েছি এবং সেক্ষেত্রেও সফলতা পাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারন অধিদপ্তর’র উপ-পরিচালক মোঃ আবুল হাসেম, অতিরিক্ত পরিচালক সিলেট অঞ্চল কৃষিবিদ আলতাবুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব’র সভাপতি এমএ মতিন ও সাবেক সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মর্কতা ফারুক হোসেন, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মর্কতা আব্দুল মালেক, বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মর্কতা পরেশ চন্দ্র দাশ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জীবন চন্দ্র রায়, ফেন্সুগঞ্চ উপজেলা কৃষি কর্মর্কতা চন্দন কুমার মহাপার্থ, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম মস্তফা, ইউপি সদস্য সায়িম আহমদ শাহিন ও শামসিদা বেগম,  উপ সহকারী কৃষি কর্মকর্তা আলিম উদ্দিন, জয়নুর রশিদ, মন্তজুর আলম মনজুর, কবির উদ্দিন, সোহেলী আক্তার, হাজি নজির উদ্দিন, নবাব হোসেনসহ প্রায়া ৫০জন উপসহকারী কৃষিকর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ