শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বিসিবি তার মতোই চলবে- পাপন

স্পোর্টস রিপোর্টার : গত ২৬ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক দেয়া রায় বিসিবি নিজেদের পক্ষে দাবি করে আগামী ২ অক্টোবরের বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করেছিল। তবে মোবাশ্বের হোসেনের করা রিটের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির কার্যক্রম কেন অবৈধ ও  বেআইনি  ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল জারির পরিপ্রেক্ষিতে গতকাল ধানমন্ডির বেক্সিমকো নিজের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আর যাই  হোক না কেন কারো সাথে কোনো বোঝাপড়া বা সমঝোতায় যাবে না বিসিবি। রায় অনুযায়ী বিসিবির বিচলিত হওয়ার কিছু নেই। আমরা তো আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিসিবি তার মতোই চলবে। আদালতের নির্দেশ  মেনেই ২ অক্টোবর বিসিবির এজিএম এবং ইজিএম করবো আমরা। পাপন বলেন, ‘আমরা মনে করি আমাদের কার্যক্রম ব্যহত হওয়ার কিছু নেই। আমাদের কাছে প্রথম প্রাধান্য পাবে এজিএম-ইজিএম করা। এরপর নির্বাচন। আমাদের একটা বৈধ গঠনতন্ত্র দরকার। যেটার মাধ্যমে নির্বাচন হবে। নির্বাচনের একটা তারিখ দিতে হবে। নির্বাচন কমিশন গঠন করতে হবে। কাউন্সিলরদের তালিকা করতে হবে। সব কিছুর জন্য হাতে সময় আছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ