শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছি -রাবাদা

স্পোর্টস রিপোর্টার : আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। আর প্রথম টেস্ট জিতেই বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ শুরু করতে চায় স্বাগতিকরা। এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এর আগে টানা চার টেস্ট সিরিজ জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। তবে জয়ের সেই রেকর্ড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি দলটি। গত আগস্টে তাদের জয়ধারা থামিয়ে দেয় ইংল্যান্ড। সিরিজে একেবারে হারটা ছিল ৩-১ ব্যবধানে। হারের সেই ক্ষতটা এখনও বয়ে বেড়াচ্ছে প্রোটিয়ারা। তাই বাংলাদেশে বিপক্ষে আজ শুরু হতে যাওয়া টেস্টেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় স্বাগতিকরা। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা এক কথায় জানালেন প্রথম টেস্ট জিততে মরিয়া থাকার কথা। তিনি বলেন, ‘সবারই জয়ের জন্য আলাদা ক্ষুধা থাকে। আর আমরা সেটাই করে দেখাতে চাই। অনেক দিন বিরতি থাকার পর আমরা ভালো ক্রিকেটই খেলতে চাই।’ ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার থাকছেন না টেস্ট সিরিজে। তাদের জায়গায় পেস বোলিংকে নেতৃত্বদেবেন কাগিসো রাবাদা ও মরনে মরকেল। দুজনের অনুপস্থিতিটা টের পাচ্ছেন রাবাদা, ‘অনেক দিন ধরেই স্টেইন  নেই। তবে সে নিজেকে প্রমাণ করেছে কীরকম বিশ্বমানের  পেসার। একইরকম ফিল্যান্ডারও।’ এই অবস্থায় বাংলাদেশকে সামাল দিতে হবে তাদেরই। আর একে চ্যালেঞ্জ হিসেবে  দেখলেও বাধা পেরুতে পারবেন বলে জানালেন তিনি, ‘আমাদের কিছু ছেলে এসেছে। আর এই টেস্ট আমাদের জন্য বড় হয়েই  দেখা দিচ্ছে তাদের ছাড়া আমরা কী করি। তবে আমি আশাবাদী আমরা পারবো।’ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর হতাশায় ভুগেছে প্রোটিয়ারা। তবে সেই হতাশার অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে জানে দক্ষিণ আফ্রিকা। আত্মবিশ্বাসী কণ্ঠে রাবাদা জানালেন, ‘এই ধরনের ঘটনা ক্রিকেটে ঘটে। আমরা জানি আমরা প্রতিভাবান ও দক্ষ। ইংল্যান্ডে আমরা খারাপ খেলিনি। তবে কিছু মুহূর্তের ব্যবহার বাজেভাবে করেছি। আমরা সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করছি। একই সঙ্গে জেতার জন্যেও মুখিয়ে আছি। কারণ আমরা জানি কীভাবে জিততে হয়।’ বাংলাদেশের বিপক্ষেই নতুন কোচ ওটিস গিবসনের অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। নতুন কোচের অধীনে নতুনভাবে শুরু করতে চান রাবাদা। তিনি বলেন, ‘আমাদের নতুন কোচ এসেছে। আপনি এটাকে একই দলের নতুন সূচনা বলতে পারেন। দলে নতুন মুখ বেশি নেই। কোচিং স্টাফও পুরোনো। শুধু কোচ নতুন। এটা একই মানুষদের নতুন সূচনার মতো।’ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হার নিয়ে রাবাদা বলেন, ‘আমরা জানি, আমরা প্রতিভাবান একটা দল এবং আমাদের ভালো দক্ষতা আছে। আমরা আমাদের ফিরে পেতে চাই। ইংল্যান্ডে কিন্তু আমরা খারাপ ক্রিকেট খেলিনি। শুধু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারিনি। আমরা এখন বুঝতে পেরেছি, কোন মুহূর্তে কী করতে হবে। আমরা জানি কীভাবে জিততে হয়। সবাই জিততে চায়। লম্বা একটা বিরতির পর আমরা ভালো খেলতে চাই। দ্রুতই নিজেদের ফিরে পেতে হবে, এটাই আসল চ্যালেঞ্জ।’

অনলাইন আপডেট

আর্কাইভ