বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দক্ষিণ আফ্রিকায় ভালো করবে বাংলাদেশ : মাশরাফি

স্পোর্টস রিপোর্টার : দক্ষিণ আফ্রিকায় ভালো করবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। টেস্টে না খেললেও ওয়ানডে সিরিজে থাকবেন মাশরাফি বিন মুর্তজা।  রংপুরে গতকাল দুপুরে বিপিএলের দল রংপুর রাইডার্সের আয়োজনে প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট খেলার উদ্বোধন করেন মাশরাফি। সেখানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার ধারণা, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল ভালো খেলবে। এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আমরাও ভালো খেলা উপহার দেবো।’ এজন্য রংপুরবাসীর কাছে দোয়া কামনা করেন রংপুর রাইডার্সের আইকন মাশরাফি। প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট খেলার উদ্বোধনকালে তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবন্ধী বলে তাদের অবহেলা করা উচিত নয়। তারাও যাতে সমাজে বিভিন্ন   ক্ষেত্রে অবদান রাখতে পারে সেজন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।’ মাশরাফি আরও জানান, প্রতিবন্ধীদের ক্রিকেট খেলায় উৎসাহিত করার উদ্যোগ নিয়েছেন তারা। তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের ক্রিকেট খেলায় আরো উৎসাহিত করার জন্য আমরা কাজ করছি। আশা করি, তারা আগামী বিশ্ব প্রতিবন্ধী ক্রিকেটে আরও ভালো করবে।’ রংপুর রাইডার্সের আয়োজনে প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট  খেলার উদ্বোধন করেন মাশরাফি। রংপুর থেকে উদীয়মান তরুণ ক্রিকেট খেলোয়াড় বাছাই করে তাদের প্রশিক্ষণ দিয়ে রংপুর রাইডার্সসহ ঢাকায় তাদের বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ করার সুযোগ দিতে নানা উদ্যোগ নিয়েছে রংপুর রাইডার্স। সেজন্য রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ক্রিকেটার বাছাই করার প্রক্রিয়া শুরু করার কথাও জানান মাশরাফি। এর আগে মাশরাফি রংপুর স্টেডিয়ামে এসে পৌঁছালে তাকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু স্বাগত জানায়। মাশরাফি ছাড়াও রংপুর রাইডার্সের খেলোয়াড় আব্দুর রাজ্জাক ও মিথুন দাস রংপুরে আসেন। পরে মাশরাফি প্রতিবন্ধী ক্রিকেটারদের খেলা উপভোগ করেন। এ সময় রংপুর রাইডার্সের মালিক বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাফায়েত সোবহান, ক্রিকেট  বোর্ডের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ