শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাটোরে হেরোইন রাখার অপরাধে একজনের যাবজ্জীবন

নাটোর সংবাদদাতা: নাটোরে হেরোইন রাখার অপরাধে বাহারুল ইসলাম (৫০) নামে একজনের যাবজ্জীবন এবং ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত বাহারুল ইসলাম নরসিংদীর শিবপুর গ্রামের মৃত আইয়ুব আলী আহম্মেদ এর ছেলে।
জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১০অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর সদর থানা পুলিশ।
এসময় বাসের একটি সিটের ভিতর জিরার চারটি প্যাকেটে ৪শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০লাখ টাকা। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
মামলার স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা জজ আদালতের বিচারক রেজাউল করিম হেরোইন পাচারের দায়ে বাহারুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এছাড়া ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদ- দেয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ