শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চান্ডিমালের শতকে মজবুত অবস্থানে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেষ্টের প্রথম ইনিংসে ৪১৯ রানে অলআউট হয়েছে শ্রীলংকা।জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৬৪ রান করেছে পাকিস্তান।এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেম শ্রীলংকা প্রথম দিন শেষে ৪ উইকেটে ২২৭ রান করে ।দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে চান্ডিমালের শতকের উপর ভর করে শ্রীলংকা  ৪১৯ রানের সম্মানজনক ইনিংস করে। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের দ্বিতীয় দিন শেষে অধিনায়কের ব্যাটে ভর করে ৩২২ রান করে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা, হাতে তখনো তাদের পাঁচ উইকেট। অধিনায়ক চান্ডিমাল এবং নিরোশান ডিকওয়েলার ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন। হাসান আলীর বলে বোল্ড হবার আগে ডিকওয়েলা করেন ৮৩ রান। ১৭ রানে শতক বঞ্চিত হবার আগে রান আউটে কাটা পড়ে ৭ রানের জন্য শতক মিস করেছিলেন ওপেনার দিমুথ কনুরাতেœ। শেষ পর্যন্ত শ্রীলংকা ৪১৯ রানে অলআউট হয়। চান্দিমাল অপরাজিত থাকেন ১৫৫ রানে। হাসান আলী ও ইয়াসির শাহ পান দুটি করে উইকেট। আবুধাবির এই ম্যাচটিই শ্রীলঙ্কার প্রথম দিবা রাত্রির টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হয় পাকিস্তানের ব্যাটসম্যান হারিস সোহেলের। টেস্ট র‌্যাংঙ্কিয়ে পাকিস্তান অবস্থান করছে ৬ এবং শ্রীলঙ্কার অবস্থান তার পরেই ৭ নম্বরে। এই সিরিজে রয়েছে ২টি টেস্ট, ৫টি ওডিআই ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে লাহোরে।

অনলাইন আপডেট

আর্কাইভ