শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চিরিরবন্দরে কৃষি ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে গত ২৮শে অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার বঙ্গবন্ধু হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬ দিনব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী,এমপি। উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিক্ষেত্রে গুরুত্বপুর্ণ অবদান রাখছে। বর্তমানে বাংলাদেশ বর্হিবিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সময় মন্ত্রী কৃষি ও ফলদ বৃক্ষ মেলা পরিদর্শন করে কৃষি ক্ষেত্রে চিরিরবন্দরকে অনেক এগিয়ে নেয়ার জন্য কৃষি অফিসার মো:মাহমুদুল হাসানকে ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী- এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক- আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চৌধুরী, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারেসুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মাধ্যমিক অফিসার- মোঃ মঞ্জুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, সাংগঠনিক সম্পাদক- আজিম উদ্দীন গোলাপসহ স্থানীয় নেতাকর্মী। কৃষি ও ফলদ বৃক্ষ মেলায় স্বাগত বক্তব্য উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ৪শত ৮৬জন শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকা উপবৃত্তি এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি উপজেলা চত্বরে উন্নত জাতের নারিকেল চারা রোপন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ