বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন।  রোববার সকাল ৬টার দিকে উপজেলার অভয়া ব্রিজ ও শনিবার সন্ধায় উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউপির নসিদানপুর গ্রামের মৃত আবু হোসেনের  ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ভদু (৫০) ও রাজশাহী মহানগরীর উপরভদ্রা এলাকার হাসান আলীর ছেলে বাসের হেলপার ফরহাদ আলী (২৫)। এ বিষয়ে গোদাগাড়ী থানার পুলিশ জানায়,  রোববার সকাল ৬টার দিকে ঢাকা  থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উপজেলার অভয়া ব্রিজের উপর উঠতে গিয়ে তার গার্ডারের সাথে বাড়ি লাগে। এ সময় বাসের  গেটে থাকা হেলপার ফরহাদ ছিটকে পড়ে যান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ভদু মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল  থেকে বাড়ী ফিরছিলেন এসময় উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকায় খড় বোঝায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠায়।

অনলাইন আপডেট

আর্কাইভ