বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মুক্তিযোদ্ধাকে রুখে দিলো ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। গতকাল মঙ্গলবার  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। ঢাকার মাঠে এক সময়ে সাড়া জাগানো দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র যেন জিততে ভুলে গেছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রহমতগঞ্জ ও আরামবাগকে হারিয়ে যে উচ্ছ্বাসটা তৈরি হয়েছিল অলরেডদের মধ্যে তা বাতাসে মিলিয়ে গেছে টানা পরাজয়ে। তবে তরুণ কোচ মাসুদ পারভেজ কায়সারের দলের সান্ত¦না হতে পারে হারের হ্যাটট্রিক তারা রুখেছে। নিজেদের নবম ম্যাচে তারা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। টানা ৫ হারের পর এ ড্রয়ে তাদের কোনো রকম স্বস্তি হলেও পয়েন্ট টেবিলে থাকতে হয়েছে নবম অবস্থানেই। বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে না পারলে অবনমনের শঙ্কাও ভর করতে পারে লিগের সাবেক রানার্সআপদের। মুক্তিযোদ্ধা সংসদ ও পুরোনো ঢাকার ক্লাব ফরাশগঞ্জের শক্তি নিত্তিতে মাপলেও তেমন পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। দুই দলই ধুকছে টেবিলে। তারপরও মঙ্গলবারের ম্যাচে মুক্তিযোদ্ধার সামনেই এসেছিল বেশি সুযোগ, হারের বৃত্ত থেকে বেড়িয়ে জয়ের ধারায়ও ফিরতে পারতো অল রেডরা। প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ না থাকলেও দ্বিতীয়ার্ধে দু দলই বিক্ষিপ্ত কিছু আক্রমণ শানিয়েছে। গোল লাভের সহজ সুযোগটি হারায় মুক্তিযোদ্ধা ম্যাচের ৭৫ মিনিটে। সৈকত মাহমুদ মুন্নার একটি শট পোস্ট ঘেঁষে বাইরে যাওয়ার আপসোসই বেশি পুড়িয়েছে প্রিমিয়ার লিগের সাবেক রানার্সআপ দলটিকে। ৮৩ মিনিটে মতিউর রহমানের হেড অল্পের জন্য ঠিকানা খুঁজে না পেলে লিগে টানা পাঁচ হার নিয়ে খেলতে নামা মুক্তিযোদ্ধার হতাশা আরও বাড়ে। দুর্ভাগ্য ছিল ফরাশগঞ্জেরও। ৮৭ মিনিটে নাইজেরিয়ান ম্যাথিউর বক্সের বাম কোনা থেকে নেয়া পাওয়ারফুল শট ফিরে এসেছে পোস্টের কোনায় লেগে। এ ড্রয়ে ৯ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

অনলাইন আপডেট

আর্কাইভ