শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জন্ম-মৃত্যু আল্লাহর হাতে সুস্থ থেকে মানুষের সেবাই কাম্য -ড. খন্দকার মোশাররফ হোসেন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও  ড. মোশাররফ ফাউন্ডেশন লি: এর চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে তবে আল্লাহ্ যতদিন হায়াত দিয়েছেন ততদিন সুস্থ থেকে মানুষের সেবাই একমাত্র কাম্য। গত রোববার তার ৭২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দি উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে টেলিকন্ফারেন্সে তিনি উপরোক্ত কথা বলেন। ড. মোশাররফ দেশবাসীর দোয়া কামনা করে আরো বলেন, তিনি জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন না করলেও তার নির্বাচনী এলাকায় বিভিন্ন শিক্ষাঙ্গণে ও সামাজিক রাজনৈতিক সংগঠন দোয়া মাহফিলসহ দিবসটি পালন করায় সকলকে ধন্যবাদ জানান। দাউদকান্দি ও তিতাসে ড. মোশাররফ প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গণ, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বিকেলে দাউদকান্দির গৌরীপুরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠণের উপজেলা সভাপতি সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক দলের আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মোঃ মোর্শারফ হোসেন হাজারী, গৌরীপুর মুন্সী ফ.র. সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোঃ আসিফ কবির। অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাজারী।

অনলাইন আপডেট

আর্কাইভ