শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফেনী বাজারে অনুমোদনহীন পণ্য বিক্রি

ফেনী সংবাদদাতা : ফেনী বড় বাজারে অনুমোদনহীন পণ্য বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার অভিযানকালে ৪ ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা ও ২ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্ডার হাটে চোরাচালান পণ্যের উপর অভিযানে বের হন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা। ছাগলনাইয়ার বর্ডার হাটে একজন ক্রেতার সর্বোচ্চ ক্রয়সীমা ১৬ হাজার টাকা ও এই বাজার থেকে কেনা ভারতীয় পণ্য শুধুমাত্র পারিবারিক ও ভোক্তার ব্যবহারের জন্য নির্দিষ্ট করা। অভিযানকালে ফেনী বড় বাজারে দেখা গেছে, বস্তার পর বস্তা হরলিক্স, ল্যাকটোজেন, সেরেলাক, পার্ক, হাগিস প্যাম্পার। এইসব আমদানিবিহীন পণ্য বস্তায় বস্তায় বিক্রি করছে ব্যবসায়ীরা। এসব অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধে কমরেড স্টোরের মালিক দিলদার হোসেন, মান্নান স্টোরের মালিক আব্দুল মান্নান, বরকত স্টোরের মালিক শাহ আলম, কাশেম স্টোরের মালিক আবুল কাশেম প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ লাখ টাকার অনুমোদনহীন হরলিক্স, সেরেলাক, হাগিস, পার্ক জব্দ করা হয়। এসময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ