বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

হকির গ্রুপ পর্বে পাকিস্তান-ভারত লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ ৩২ বছর পর আবারো মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পাকিস্তান -ভারতের হকি যুদ্ধ দেখার সৌভাগ্য হচ্ছে দর্শকদের। তবে প্রেক্ষাপট ভিন্ন। ১৯৮৫ সালের মত ফাইনালের মঞ্চে নয়। দশম এশিয়া কাপ হকির গ্রুপ ম্যাচেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। আজ রোববার বিকেল সাড়ে ৫ টায় বিশ্ব হকির দুই পরাশক্তি ও চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান - ভারতের মধ্যকার ম্যাচটি শুরু হবে। এবারের টুর্নামেন্টে ফাইনালের আগে সবচেয়ে বড় ও আকর্ষণীয় ম্যাচ হিসেবে স্বীকৃতি পাচ্ছে এ ম্যাচটি। এই দুই দেশ ফাইনালে উঠলেতো ঢাকার দর্শকদের পোয়াবারো। ম্যাচটি ভারত-পাকিস্তান বলেই মানুষের আগ্রহ বেশি। টুর্নামেন্ট দর্শক সমাগম বাড়াতে গ্যালারীতে বসে খেলা দেখতে কোন টিকেট লাগবেনা। বিনা পয়সায় দুটি ম্যাচ দেখতে পারবে দর্শকরা। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ লড়বে জাপানের বিপক্ষে। পাকিস্তান - ভারতের ম্যাচটি দর্শকের কাছে যতই যুদ্ধ যুদ্ধ হোক দুই দলের অধিনায়কই বললেন ‘এটা আর পাঁচ-দশটা ম্যাচের মতোই!’
গতকাল শনিবার দুপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক মানপ্রিত সিং এবং পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ ইরফানের মুখ থেকে ‘যুদ্ধ যুদ্ধ ভাব’ কিছু বের করার চেষ্টা করেও পারা যায়নি। ভারতের অধিনায়ক মানপ্রিত সিং বললেন,‘আমরা জানি, সমর্থকদের কাছে ভারত-পাকিস্তানের ম্যাচের আবেদন কতটুকু। ভারত-পাকিস্তান ম্যাচ থেকে সবাই ভালো খেলা দেখতে চায়। আমরা সেটাই দেখানোর চেষ্টা করবো। আমরা নিজেদের খেলাটাই খেলতে চাই। সে দিকেই আমাদের মনসংযোগ বেশি। বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলেছি। পাকিস্তানের বিপক্ষেও ভালো খেলতে হবে।’১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ভারত হেরেছিল। সেই হারের প্রতিশোধ নিতে চান কিনা? ‘ফাইনালে পাকিস্তান আমাদের হারিয়েছিল। প্রতিশোধ শব্দটা মাথায় আনতে চাই না। আমরা ভালো হকি খেলে জিততে চাই’-জবাব সাবেক চ্যাম্পিয়ন ভারত অধিনায়কের।
ভারতের কোচ ডাচ কোচ শোর্ড মারিন বলেছেন,‘কোচ হিসেবে পাকিস্তানের বিপক্ষে এটি হবে আমার প্রথম ম্যাচ। আমার কাছেও এই ম্যাচটি অন্য ম্যাচগুলোর মতোই। আমরা নিজেদের খেলার দিকেই বেশি মনোযোগী হবো। দুই ম্যাচে আমাদের ৬ পয়েন্ট, পাকিস্তানের ৪। তবে পয়েন্ট নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা জাপান ও বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছি তেমনি পাকিস্তানের বিপক্ষেও জিততে চাই। ম্যাচের কৌশল আমার কাছে গুরুত্বপূর্ণ।’গত জুনে লন্ডনে হকি ওয়ার্ল্ড লিগে দুইবার ভারতের কাছে দুইবার শোচনীয়ভাবে হেরেছে পাকিস্তান। তবে ওই ম্যাচকে এখন অতীত হিসেবেই দেখছেন ভারতের অধিনায়ক মানপ্রিত সিং ‘বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। ঐ সময়ের পাকিস্তান দল আর এখনকার পাকিস্তান দল এক নয়। দলটির অনেক খেলোয়াড় পরিবর্তন হয়েছে। তবে এটা বলবো ওই ম্যাচ দুটিতে আমরা ভালো হকি খেলেছি।’
গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান একটু চাপে জাপানের সঙ্গে ড্র করায়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে পাকিস্তানকে জিততেই হবে। ড্র করলেই চলবে ভারতের। তো এ ম্যাচে পাকিস্তানের লক্ষ্য কি? ‘জাপানের বিপক্ষে আমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো ভারতের বিপক্ষে করা যাবে না। জাপান ম্যাচের ভুলগুলো ভিডিও সেশনে পর্যালোচনা করেছি। ব্যক্তিগতভাবে আমি পাকিস্তান ম্যাচ নিয়ে কোনো চাপ অনুভব করছি না। ভারতের বিপক্ষে আমি অনেক ম্যাচ খেলেছি। আমাদের কাছে সব ম্যাচই সমান’-বলেছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ ইরফান। লন্ডনে ভারতের কাছে বড় ব্যবধানে দুটি হার প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেছেন,‘ দলে আমিসহ ৬ জন সিনিয়র খেলোয়াড় ছিল না। দলটির বর্তমান অবস্থা আগের চেয়ে অনেক ভালো।’পাকিস্তানের সহকারী কোচ মো. সারওয়ার বলেছেন,‘ভারত-পাকিস্তান ম্যাচের চাপ অস্বীকার করার কোনো উপায় নেই। আমি ছেলেদের জাপান ম্যাচের ড্রটা ভুলে গিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হতে বলেছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ