শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিলেটে আসছেন ওয়াকার ইউনিস

স্পোর্টস ডেস্ক : সিলেটে আসছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। কোচিং কিংবা ব্যক্তিগত কাজে নয়! এই কিংবদস্তি আসছেন সিলেট সিক্সার্সের আমন্ত্রণে। আগামী বুধবার সিলেটে প্রাথমিকভাবে বাছাইকৃত বোলারদের মধ্য থেকে সেরা ১০ বোলার নির্বাচিত করার গুরু দায়িত্ব দেয়া হয়েছে তাকে। যেখানে তার হাত থেকেই বিজয়ীরা বুঝে নেবেন পুরস্কার। এই দশজন সিলেট সিক্সার্সের সঙ্গে থাকা, খাওয়া ও অনুশীলনের সুযোগ পাবেন। পঞ্চম আসরের বিপিএলে ফিরেছে সিলেট। চার নবেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। খুব বেশি সিলেটের খেলোয়াড়রা নেই সিলেট সিক্সার্সে। এতে সমালোচিত হতে হয়েছে সিক্সার্সের মালিকপক্ষকে। অবশ্য ফিউচার সিক্সার্স বোলার হান্ট ক্যাম্পেইনের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে তারা। ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সেরা ১০ ‘ফিউচার সিক্সার্স’ নির্বাচন। ওয়াকার ইউনিস এখানে প্রত্যক্ষভাবে অংশ নেবেন। এরপর তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচন করবেন। মূলত বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা বোলার খুঁজে বের করার লক্ষ্যে সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিতের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ফিউচার সিক্সার্স’ নামের এই বোলার হান্ট ক্যাম্পেইন। প্রাথমিক পর্যায়ে সিলেট বিভাগীয় জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলায় পরিচালিত হচ্ছে এর কার্যক্রম।২০ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়াম এবং ২১ অক্টোবর সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম ও হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে পরিচালিত হয়েছে এ কার্যক্রম।

অনলাইন আপডেট

আর্কাইভ