বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চীনে লবণাক্ত পানিতে উৎপাদনশীল ধান আবিষ্কার

অক্টোবর ২৫, ইনডিপেনডেন্ট : দুইশ মিলিয়ন মানুষের খাদ্য চাহিদা পূরণে লবণাক্ত পানিতে ধান উৎপন্ন করলো চীন। চীনের সালাইন আলকালি টলারেন্ট রাইচ  সেন্টারের অভুতপূর্ব এই আবিস্কার  দেশটির  মোট উৎপাদিত ধানের ফলন ২০ শতাংশ বৃদ্ধিতে সহায়তা করবে। সম্প্রতি রাইচ সেন্টারটি লবন পানিতে ৬.৫ – ৯.৩ টন চাল উৎপাদনের কথা নিশ্চিত করেছে। অর্থাৎ প্রতি হেক্টর জমিতে অতিরিক্ত চাল উৎপন্ন হবে ৪.৫টন । কৃষি বিজ্ঞানী উয়ান লংপিং এর আবিষ্কার হিসেবে চালের নাম ‘উয়ান মি’ রাখা হয়েছে। লংপিংকে হাইব্রিড চালের বাবার খেতাব দেওয়া হয়েছে। ‘উয়ান মি’ চালটির ফলন করা হচ্ছে উত্তর-পূর্ব চীনের সমুদ্রপারে। এটি প্রতি বছর ৫০ মিলিয়ন অতিরিক্ত ধান উৎপন্ন করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ৬ টন ‘উয়ান মি’ চাল বিক্রয় শেষ হয়েছে চীনে। চালের স্বাদ নিয়ে কোন নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। আগামী ফলনের আগেই এক হাজার জনের অর্ডার পেয়েছে ‘উয়ান মি’ চাল।

অনলাইন আপডেট

আর্কাইভ