শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রামগঞ্জে চোরকে গ্রামবাসীর ধাওয়া নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে চোরের লাশ উদ্ধার

রামগঞ্জ লক্ষ্মীপুর) সংবাদদাতা : জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব দরবেশপুর গ্রামের আলীপুর সাদার বাড়ীতে চুরি করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে ডোবাতে আশ্রয় নেয়ার দুই দিন পর জহিরুল ইসলাম (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার সকালে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে। সে একই এলাকার ছৈয়াল বাড়ীর মৃত মনির হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, সোমবার গভীর রাতে ৭নম্বর ইউনিয়নের আলীপুর গ্রামের সাদার বাড়ীতে গরু চুরি করতে ঢুকলে বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার দিলে গ্রামবাসীসহ পার্শ¦বর্তি গ্রামের জহিরুল ইসলামকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়ার এক পর্যায়ে গ্রামবাসীর হাত থেকে পালিয়ে বাড়ীর উত্তর পাশে বিলে লাফিয়ে পড়ে।
এসময় স্থানীয় লোকজন বহু খোঁজাখুঁজি করেও পালিয়ে যাওয়া চোর জহিরুল ইসলামকে আটক করতে পারেনি।
আজ বুধবার সকালে জহিরের বড় ভাই মনির হোসেনসহ তার নিকটাত্মীয়রা বিলের কচুরীপানা পরিষ্কার করলে জহিরের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে রামগঞ্জ থানা পুলিশে খবর দেয়।
মনির হোসেন জানান, আমি বাড়ীতে থাকি না। আমার ছোট ভাই জহির রামগঞ্জ-সোনাপুর বাজারস্থ শেফালীর ডেকোরেটরে কাজসহ কসাইর কাজ করে। 
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া জানান, আমরা লাশ উদ্ধার করেছি। তদন্ত চলছে, তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার (সার্কেল) পঙ্কজ সাহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হসপিটাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ