শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

স্বাধীনতা ইস্যুতে চিস্তিত নন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক : স্পেনের সরকার দেশটির কাতালোনিয়া অঞ্চলের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানকার সরকার পরিচালনার দায়িত্ব হস্তগত করেছে। তবে বার্সেলোনায় এখনও কাতালোনিয়ার আঞ্চলিক সরকারই পরিচালনায় থাকবে। এমন অবস্থায় লা লিগায় মেসি-সুয়ারেজদের বার্সেলোনা থাকবে কি না তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছিলেন, কাতালোনিয়া স্পেন থেকে আলাদা হয়ে গেলে বার্সা লা লিগায় খেলতে পারবে না। তবে, বার্সেলোনা-কাতালোনিয়া-লা লিগা যেই ইস্যুই আলোচনায় আসুক না কেন, সেটি নিয়ে মোটেই চিন্তিত নন বার্সার কোচ আরনেস্টো ভালভারদে। বরং তার পুরো মনোযোগ মাঠের দিকে। শুধু বার্সাই না, এবারের লিগ মৌসুমে মেসিদের ক্লাবের সাথে আছে কাতালোনিয়া অঞ্চলের এসপানিওল ও জিরোনা ক্লাবও।বার্সার কোচ ভালভারদে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের মাঠে ব্যস্ত দিন যাচ্ছে। সবারই নিজের দায়িত্ব আছে। আমার দায়িত্ব আমার দলকে জেতানোর চেষ্টা করা। বার্সাকে লা লিগা থেকে সরিয়ে দেয়া হয়নি। এটা স্রেফ একটা অনুমান। যেটা এখনও ঘটেনি সেটা নিয়ে চিন্তা করার কোনো মানে নেই। আর যেটা ঘটছে, আমি সেটাই অনুসরণ করি। আমি শিষ্যদের নিয়ে খেলায় মনোযোগ দিতে চাই।’

অনলাইন আপডেট

আর্কাইভ