শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বাবরকে বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে দেখতে চান ইনজামাম

পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটসম্যান বাবর আজমকে ভবিষ্যতে বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে দেখতে চান দেশটির সাবেক অধিনায়ক ও ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৪৭ বছর বয়সী ইনজি বলেন, ‘বাবর মেধাবি ব্যাটসম্যান। ভবিষ্যতে তাকে বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই।’২০১৫ সালে ওয়ানডে ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বাবর। এক বছর পর ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি অভিষেকও ঘটে তার। ১১ টেস্টের ক্যারিয়ারে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও, ৩৬ ওয়ানডে ও ১৪ টুয়েন্টি টুয়েন্টি নিজের জাত চিনিয়েছেন বাবর। ইনজামাম বলেন , ‘বাবর দুর্দান্ত এক খেলোয়াড়। দীর্ঘদিন পর আমরা ভালো মানের একজন ব্যাটসম্যান পেয়েছি, যে ভবিষ্যতে বিশ্বসেরা ব্যাটসম্যান হবে।’ বাসস/এএফপি।

অনলাইন আপডেট

আর্কাইভ