শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ফেনীতে বিনামূল্যে হোমিও চিকিৎসা ও ওষুধ বিতরণ

ফেনী সংবাদদাতা: ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের জামেয়া সোলতানীয়া মাদরাসা সংলগ্ন কাসেম ম্যানশনে ইসলামী হোমিও রিসার্চ সেন্টার ইউনিট ৩ এর উদ্বোধন উপলক্ষে গত রোববার সন্ধ্যায় প্রায় ২শ’ রোগীকে ফ্রি চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফি চিকিৎসার উদ্বোধন করেন কালিদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার। চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটি সীতাকু- শাখার সাধারণ সম্পাদক ডা. মো: মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটি সীতাকুন্ড শাখার সভাপতি রতন চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সহকারী সম্পাদক আলী হায়দার মানিক, মাওলানা শাহাদাত হোসাইন, লালপোল সোলতানিয়া মাদরাসার মুঈনে মোহতামিত মাওলানা ক্বারী কাসেম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাস্টার ইমাম হোসাইন, ডা. নন্দন বর্ণিক, হোমিও চিকিৎক মো: সাইদুল হক, আনোয়ার হোসাইন, ডা. মোতাহের হোসেন সেলিম, মো: সলিম উল্যাহ, মো: মোহসিনুল হক ভুলু, মো: আবুল কাসেম, মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন মোহন। সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়।

অনলাইন আপডেট

আর্কাইভ