বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিল এবং ১টি পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।সুত্র জানায়,র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে  ৩১ অক্টোবর গভীররাতে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রধান গেইটের বাম পার্শ্বে ওকে অটোস এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় কুমিল্ল¬া হতে চট্টগ্রামগামী ১টি পিকআপ এর গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি থামিয়ে ২ জন ব্যক্তি বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে  মোঃ মজিব (৪৭), পিতা- মৃত আব্দুল খালেক, গ্রাম-জগতপুর, থানা-তিতাস, জেলা-কুমিল¬া,  মোঃ হুমায়ুন কবির (৩০), পিতা- মৃত মোঃ জাহিদ হোসেন, গ্রাম -পাইকপাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি কাদের মিয়ার বাড়ী, পূর্ব মাদার বাড়ী, কামাল গেইট, থানা-সদরঘাট, সিএমপি চট্টগ্রাম’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে উক্ত পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১৫-০২৬৭) তল¬াশী করে পিকআপের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানা যায যে, তারা দীর্ঘদিন যাবত পন্য পরিবহনের আড়ালে পিকআপের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রয় করছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল এর ৩(খ)/২১/২৫ ধারা মোতাবেক চট্টগ্রাম জেলার সীতাকু- থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনলাইন আপডেট

আর্কাইভ