বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চোটে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন ইকার্দি

স্পোর্টস ডেস্ক : সেরি আর ম্যাচে চোট পেয়ে ইন্টার মিলানের ফরোয়ার্ড মাউরো ইকার্দি আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন। রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল থেকে ইন্টার অধিনায়ককে বাদ দেওয়া হয়েছে। রোববার ইতালির শীর্ষে লিগে তোরিনোর সঙ্গে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে হাঁটুতে চোট পান ইকার্দি। তবে ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেন এই ফরোয়ার্ড। সহায়তা করেন এদেরের সমতা ফেরানো গোলে। চোট নিয়ে উদ্বেগ থাকার পরও ম্যাচটিতে ইকার্দির পারফরম্যান্স দুর্দান্ত ছিল বলে জানান ইন্টারের কোচ লুচানো স্পাল্লেত্তি। তবে ডান হাঁটুতে ব্যথার জন্য ২৪ বছর বয়সী এই খেলোয়াড়কে দল থেকে বাদ দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মস্কোতে ১১ নভেম্বর স্বাগতিক রাশিয়ার সঙ্গে খেলার তিন দিন পর ক্রাসেনোদারে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

অনলাইন আপডেট

আর্কাইভ