শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

জেরুসালেমে ভবন গুঁড়িয়ে দেয়ার সিদ্ধান্তে ঘর হারাবেন ১৩৮ ফিলিস্তিনী পরিবার

 

২১ নভেম্বর, মিডল ইস্ট মনিটর/জেরুসালেম পোস্ট : দখলকৃত পূর্ব জেরুসালেমের কাফর আকাব শহরের পাঁচটি ভবন পরীক্ষা করে দেখেছে ইসরাইলি কর্মকর্তা ও জেরুসালেম মিউনিসিপালিটি। শিগগিরই বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হবে বলে জানায় ইসরাইলি কর্তৃপক্ষ। গতকাল বুধবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, এই ভবনগুলোতে প্রায় ১৩৮টি ফিলিস্তিনি পরিবার বাস করে। কাফর আকাবে ৬০ হাজার বাসিন্দাদের মধ্যে ৫২ হাজারই ‘অবৈধ’ ভবনে বাস করে। জেরুজালেম পোস্টের মতে, বিভেদ দেয়ালের পাশে রাস্তা তৈরির কারণে এই ভবন ভাঙা হচ্ছে। স্থানীয় কমিটি প্রধান মুনির জাগের বলেন, এই রাস্তার দাবি কখনোই তোলেনি এলাকাবাসী। তাদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই্ এই রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  তিনি আরও বলেন, ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এই ভবন ধ্বংস করা হলেও অনেক ঝুঁকি থেকে যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ