শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আল জাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

 

২৬ নবেম্বর, আল জাজিরা : কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা লে. জেনারেল ঢাহি খালফান।

আমিরাতের ওই নিরাপত্তা কর্মকর্তার দাবি, গত শুক্রবার মিসরের সিনাই উপত্যকায় মসজিদে হামলার উসকানি দিয়েছে আলজাজিরা।

এক টুইটবার্তায় তিনি আরও বলেন, ওই গণমাধ্যমটি আলকায়েদা, আইএস ও আলনুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আসছে।

তাই সৌদি জোটের উচিত- আলজাজিরার কার্যালয় বোমা মেরে গুঁড়িয়ে দেয়া। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার আরবি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের আবু হিলাল্লাহ বলেছেন, আমাদের অফিসে কোন হামলা এবং আমাদের কর্মীদের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে তার পুরো দায়ভার খালফানের।

অনলাইন আপডেট

আর্কাইভ