শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘বিশ্বের সেরা গোলরক্ষক ডি গিয়া’

 

 খেলা ডেস্ক : এই সময়ের সেরা গোলরক্ষক কে? নিজের সাম্প্রতিক পারফরম্যান্স দিয়েই নিজেকে সেরা দাবি করতে পারেন ডি গিয়া। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো যে বিশ্বসেরার স্বীকৃতিই দিচ্ছেন এই স্প্যানিশ গোলরক্ষককে।গত শক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুররুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে বড় ভূমিকা ডি গিয়ার। পুরো ম্যাচে তিনি সরাসরি ১৪টি শট বাঁচিয়েছেন। শেষ ১৪ বছরে কোনো ম্যাচে এতগুলো শট কোনো গোলরক্ষকই বাঁচাননি।পুরো ম্যাচে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও জয় পাওয়া হয়নি সানচেজ-ওজিলদের। প্রথমার্ধেই গোটা বিশেক শত নিয়েছে আর্সেনাল, তবু গোল পাওয়া হয়নি। এর দু-একটি ডি গিয়ার দিকে গেলে রেকর্ডটা আরও পোক্ত হতে পারত তাঁর। ২০০৩-০৪ মৌসুম থেকে গোল বাঁচানোর পরিসংখ্যান রাখা শুরু হয়। ম্যাচজুড়ে ৩৩টি শট নিয়েছে আর্সেনাল। ৭৬ শতাংশ সময়জুড়ে বল রেখেছে নিজেদের পায়ে। কিন্তু দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছেন ডি গিয়া। সে জন্যই তাঁকে ম্যাচ জয়ের নায়ক বলা।কোচ মরিনহো তাই বলেন ‘আজ আমার দলে বিশ্বের সেরা গোলরক্ষকটি খেলেছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ