শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দৌলতপুরে ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গত বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দের হাতে এ ল্যাপটপ তুলে দেওয়া হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর সংসদ সদস্য আলহাজ¦ রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন। প্রাথমিক শিক্ষাকে ডিজিটালের আওতায় আনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ করা হচ্ছে।
ইটভাটা মালিকের দন্ড
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটা মালিকের অর্থদন্ড করা হয়েছে। গত বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনির ইটভাটায় এ অভিযান চালানো হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ