বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীপুরে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের হামলায় নিহত ১

 

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় গ্রাম্য সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় নাজমুল হক মন্ডল বসাক (৪৫) নিহত হয়। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পূর্ব পাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহতের বাবা আফতাব উদ্দিন মন্ডল জানান, বসাক হৃদরোগে ভোগ ছিল। উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশী খালেক সার্ভেয়ারের কাছে ৬ শতক জমি বিক্রি করে। বিক্রিত জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে ভাতিজা মাসুম মন্ডল। এ ঘটনায় বৃহস্পতিবার গ্রাম্য সালিশ ডাকে তারা। ১নং  ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আঃ জলিলের উপস্থিতিতে সালিশ শুরু হয়। সালিশে কোন কিছু বুঝে উঠার আগেই মাসুম মন্ডল ও তার মামা আবুল মন্ডল বসাককে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে বসাক মাটিতে পড়ে গেলে আবুল মন্ডল সজোড়ে বুকে লাথি মারলে ঘটনাস্থলেই বসাকের মৃত্যু হয়। আশিতোষ বৃদ্ধ আফতাব মন্ডল কান্নাজড়িত কন্ঠে বলেন, পরিকল্পিত ভাবে আমার সামনেই আমার ছেলেকে খুন করা হয়েছে। ঘটনার পর বসাককে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান তাকে মৃত ঘোষণা করে। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, সালিশ বৈঠকে হামলায় একজনের মৃত্যু হয়েছে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ