শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মানবাধিকার দিবসে আজ সারাদেশে বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক ‘মানবাধিকার দিবস’ উপলক্ষে আজ রোববার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকাসহ সারাদেশের জেলা সদরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার কুড়িগ্রামের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এর আগে সকালে কুড়িগ্রামে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন রিজভী।
তিনি বলেন, জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’ পালিত হয়ে আসছে। এই দিনে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকার হারা নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। যারা বাক, ব্যাক্তি, চিন্তা, প্রার্থনা, মূদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে ক্ষমতাসীন স্বেচ্ছাচারী গোষ্ঠীর নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। রিজভী বলেন, রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় এবং সারাদেশের জেলা সদরে বিএনপির উদ্যোগে মানববন্ধন পালিত হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ