বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

এখনই অবসরের কথা ভাবছেন না কুক

 

এখনই অবসরের কোন চিন্তা করছেনা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এ্যালিস্টার কুক। এখন তার সামনে একটাই লক্ষ্য, ক্যারিয়ারে ১৫০তম টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এ্যাশেজ সিরিজে নিজেদের টিকিয়ে রাখা। টেস্টে ইংল্যান্ডের অন্যতম সেরা রান সংগ্রাহক কুক পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টে চার ইনিংসে মাত্র ৬২ রান করেন। ইতোমধ্যেই সফরকারী ইংল্যান্ড সিরিজের দুই ম্যাচে পরাজিত হয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আর সে কারনেই সাবেক খেলোয়াড়দের অনেকেই কুকের অবসরের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। যদিও কুক বলেছেন, ‘এ ব্যপারে আমি এখনও কোন সিদ্ধান্ত নেইনি। আমার সব গুরুত্বই এখন ম্যাচকে ঘিড়ে। আমাদের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট এখন সামনে।’

সর্বশেষ এ্যাশেজ সফরে কুক ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন। সফরের মাঝামাঝিতে স্পিনার গ্র্যায়েম সোয়ান যখন অবসরের ঘোষণা দেন তখন সফরকারীরা ৩-০ ব্যবধানে পিছিয়ে ছিল। শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড হোয়াইট ওয়াশ হয়ে বাড়ি ফেরে। সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ও ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসন মনে করেন কুকের এখন অবসরের চিন্তা করার সময় এসেছে। তবে ৩৩ বছর বয়সী কুক বলেছেন, যারা এ সসব কথা বলছে তাদের সাথে এই মুহূর্তে আমার কোন যোগাযোগ নেই। বাসস।

অনলাইন আপডেট

আর্কাইভ