শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জনগণের ক্রয়ক্ষমতার বাইরে -খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে। দেশবাসী এ অবস্থা থেকে মুক্তি চায়। গতকাল রোববার এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। 
খালেদা জিয়া বলেন, একটি সমীক্ষা বলছে দেশের ৫ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এক দশকধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।

অনলাইন আপডেট

আর্কাইভ