শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

গানে গানে দেশপ্রেম

সাকী মাহবুব :  যে ভৌগোলিক ও সামাজিক পরিবেশের মধ্যে মানুষ জন্ম গ্রহণ করে এবং বড় হয়ে ওঠে, সেই পরিবেশের প্রতি, সেখানকার মানুষের প্রতি তার একটি স্বাভাবিক আকর্ষণ গড়ে ওঠে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এ আজন্ম আকর্ষণই দেশপ্রেম। দেশপ্রেম মানুষের একটি স্বভাবজাত গুন। দেশকে ভালোবেসে এদেশের লক্ষ লক্ষ লোক নিজের জীবন বিসর্জন দিতেও কুন্ঠাবোধ করেনি। বাংলাদেশ যেহেতু কবির দেশ, কবিতার দেশ, গানের দেশ, সুরের দেশ সেহেতু  এ দেশের কবি সাহিত্যিক ও গীতিকারদের কলমে দেশপ্রেমের গান উঠে এসেছে বারবার।

বাংলা সাহিত্যের নোবেলবিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেশপ্রেমমূলক গানের কমতি নেই তার সাহিত্যকর্মে। সব ধরনের গানেই তার সরব উপস্থিতি। তবে দেশপ্রেম বিষয়ক গান প্রাধান্য পেয়েছে তার লেখনীতে এ কথা নিঃসন্দেহে বলা যায়। দেশপ্রেম নিয়ে তিনি লিখেছেন

"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস

আমার প্রাণে বাজায় বাঁশি"

এবার না হয় কাজী নজরুল ইসলামের গানের দিকে নজর দেয়া যাক। কাজী নজরুল ইসলামের অসংখ্য গানে দেশপ্রেমের অগ্নিঝরা বাণী রয়েছে। তিনি গেয়েছেন

"সোনা সোনা সোনা

 লোকে বলে সোনা

 সোনা নয় তত খাঁটি, তারচেয়ে খাঁটি

বাংলাদেশের মাটিরে

আমার জন্মভূমির মাটি।"

 দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গোবিন্দ চন্দ্র দাস লিখেছেন

"হেরিলাম কত দেশ কত সৌধমালা

কিন্তু তৃপ্ত না হইল এ দগ্ধ নয়ন,

তোমার ধূলিতে গড়া এ দেহ আমার

তোমার ধূলিতে কালে মিশিবে আবার"

বাংলা গানের ঈর্ষণীয় প্রতিভা দ্বিজেন্দ্র লাল রায় মনের মাধুরী মিশিয়ে লিখেছেন দেশপ্রেমের এক অমর গান

"ধন ধান্য পুস্প ভরা, আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি,

সকল দেশের রানী সে যে,আমার জন্মভূমি।

 সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।"

বরেণ্য গীতিকার অধ্যাপক আবু জাফর  তার গানে দেশপ্রেমের কথা বলেছেন  এমনিভাবে

"আমার দেশের মাটির গন্ধে

ভরে আছে সারামন

শ্যামল কোমল পরশ ছাড়া যে

নেই কিছু প্রয়োজন।।"

বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। সুখে দুঃখে, বিরহ, বেদনায়, আমাদের পরম আশ্রয়ের উদার জমিন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমিকে ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারি না। তাই প্রখ্যাত গীতিকার মনিরজ্জামান মনিরের গানে দেশপ্রেম ফুটে  উঠেছে অত্যন্ত গভীর ভাবে

"সূর্যোদয়ে তুমি

সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,

প্রিয় জন্মভূমি।"

(গীতিকার : মনিরজ্জামান মনির

সুরকার : আলাউদ্দিন আলী

শিল্পী : আব্দুল হাদী)

কোকিল যেখানে কুহু কুহূ ডাকে,দোয়েল যেখানে মুহু মুহু ডাকে,নদী যেথায় ছুটে চলে তার আপন ঠিকানায় ---আমার মন ও সেখানে ছুটে যেতে চায়।খ্যাতিমান গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের গানে সে কথারই প্রতিধ্বনি শুনতে পাই---

"একবার যেতে দে না আমার ছোট্ট  সোনার গাঁয়

যেথায় কোকিল  ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

পিদিম জ্বালা সাঁঝের বেলা

শান বাঁধানো ঘাটে

গল্প কথার পানসি ভিড়ে

রূপ কাহিনীর বাটে

মধুর মধুর মায়ের কথায়

প্রাণ জুড়িয়ে যায়।"

 

জীবন একটাই। আর সেই জীবন ধরে আমি দেশের গান গেয়ে যেতে চাই।মরনে ও ঠাঁই নিতে পারি যেন প্রিয় এই জন্মভূমিতে।সে কথার ব্যাকুলতাই শুনতে পাই এই গানে

"একতারা তুই দেশের কথা

বলরে এবার বল।

আমাকে তুই বাউল করে

সঙ্গে নিয়ে চল।

জীবন মরণ মাঝে

তোর সুর যেন বাজে।

একটি গানই আমি শুধু

গেয়ে যেতে চাই।"

(গীতিকার :গাজী মাজহারুল আনোয়ার

সুরকার :আনোয়ার পারভেজ

শিল্পী:শাহনাজ রহমত উল্লাহ)

বাংলা গানের স্বনামধন্য শিল্পী রথীন্দ্রনাথ রায়ের গানে দেশপ্রেমের দারুন প্রচ্ছদ ফুটে উঠেছে এভাবে

"ছোটদের বড়দের সকলের

গরিবের নি:স্বের ফকিরের

আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।

নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,

নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে

হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান দেশ মাতা এক সকলের। "

কবি মতিউর রহমান মল্লিকের গানে দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন ছন্দে তালে তালে সুরের দ্যোতনায়

"এ দেশ খান জাহানের

এদেশ শাহ জালালের

এই শাহ মাখদুমের চারণভূমি

গর্বের দেশ আমাদের।।

বিশিষ্ট গীতিকার চৌধুরী আব্দুল হালিমের কলমে অসাধারণ ভাবে দেশপ্রেমের সুর ফুটে উঠেছে

"এ আমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি

এ আমার স্বপ্ন সুনীল ভালোবাসার পুণ্যভূমি এখানে সাত সকালে কোকিল ডাকে

শালিক আর পায়রা গুলো যায় উড়ে যায় অনেক দূরে

লাঙল কাধেঁ ছুটে চাষী

তুলে সুর মন মাঝি

দাড়ঁ টেনে যায় আপন মনে।।

তোফাজ্জল হোসাইন খান তার গানে দেশের করেছেন  কতই না চমৎকারভাবে

"শাহজালালের পুণ্যভূমি

শাহমাখদুমের বাংলাদেশ

আমাদের অহংকারের

গরবের বাংলাদেশ।

পরিশেষে বলা যায় যে,বাংলা সাহিত্যের গানের শাখাটি দেশপ্রেমের গানে সমৃদ্ধ। কবি সাহিত্যিক আর গীতিকারগণ দেশপ্রেম গভীর ভাবে উপলব্ধি করতে পারেন বলে যুগে যুগে যত কবি সাহিত্যিক আর গীতিকারগণ জন্ম গ্রহণ করেছেন, তাদের অনেকেই লিখেছেন দেশপ্রেমের  হৃদয় নিংড়ানো খাঁটি গান।আমাদের বাংলা সাহিত্যে দেশপ্রেমের ব্যাপক প্রভাব পড়েছে।অনাগতকালে  এ ধারা অব্যাহত থাকলে বাংলা সাহিত্যের গানের ধারা আরো সমৃদ্ধ হয়ে  উঠবে এতে সন্দেহ নেই।তাই দেশপ্রেম মূলক গান রচনায় সচেতন কবি সাহিত্যিক ও গীতিকারদের আরো দ্রুত এগিয়ে আসতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ