শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চকরিয়ায় কুরআনে হাফেজ মো. করিম পটুর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

চকরিয়া সংবাদদাতা: চকরিয়া উপজেলা প্রশাসন চত্ত্বর ও কোর্ট সেন্টার এলাকায় চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর নিবাসী পবিত্র কুরআনে হাফেজ মো. করিম পটুর নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও সর্বস্তরের জনসাধারণ। গত মঙ্গলবার  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যসহ কয়েক হাজার নারী-পুরুষ, সর্বশ্রেণির লোকজন অংগ্রহণ করেন। মানববন্ধনের সমাবেশে উপস্থিত এলাকাবাসী বলেন, কথিত অস্ত্র উদ্ধারের ঘটনা মিথ্যা ও সাজানো এবং ষড়যন্ত্রমূলক। পটুর পরিবারকে কোণঠাসা করতে প্রহসনের চর্চা করেছে একটি কুচক্রি মহল। তাদের দাবি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক নিরীহ নির্দোষ হাফেজ মো. করিম পটুকে অবিলম্বে কোন ধরণের শর্ত ছাড়াই মুক্তি দেয়া হোক। এদিকে মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন আটক হাফেজ মো. করিম পটুর নিঃশর্ত মুক্তি দাবি সম্বলিত একটি লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরবার জমা দেন। উল্লেখ্য, ১৮ডিসেম্বর অস্ত্র উদ্ধার অভিযোগে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয় চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুরের বাসিন্দা আলহাজ্ব হাবিবুর রহমানের ছেলে হাফেজ মো. করিম পটু। আটকের পর উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ