শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

উল্লাপাড়ায় ইউপি উপনির্বাচনে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেপ্তার

উল্লাপাড়া সংবাদদাতা: উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদে আগামী ২৮ তারিখে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচন কে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে । পূর্ণিমাগাতী ইউপি নির্বাচন করছে ২ জন দলীয় প্রার্থী আর ২ জন স্বতন্ত্র প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে রেজাউল করিম তপন এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে বুলবুল কবির। পূর্ণিমাগাঁতী ইউপি  আওয়ামীলীগ দলীয় সূত্রে জানা যায় প্রার্থী হিসেবে রেজাউল করিম তপন অনেকটা দুর্বল, ফসকে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও আওয়ামী সক্রিয় নেতা মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে আলামিন সরকার । বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে বুলবুল। এদিকে জামায়াত থেকে  একজন প্রার্থী দিয়েছে, আলাউদ্দিন আল আজাদ আনারস নিয়ে নির্বাচন করছে  তার তার ব্যাপক সাড়া মিলছে নির্বাচনী এলাকার জনসাধারণের মাঝে। এর আগে উপনির্বাচনে আলাউদ্দিন আল-আজাদ দ্বিতীয় স্থান অর্জন করেছিলো। নির্বাচনী এলাকায় নির্বাচন  প্রচারণার ক্ষেত্রে   বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে এমন অভিযোগ এসেছে। গত শনিবার রাতে চেয়ারম্যান পদপ্রার্থী তপনের সামর্থকের সাথে আল-আমিন সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে এতে আল-আমিন বাদী হয়ে থানায় একটা অভিযোগ করেন। গত সোমবার সন্ধারাতে চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন আল আজাদ কে নির্বাচন প্রচারণা কালে গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে। 

 চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন আল আজাদকে নির্বাচনী মাঠ থেকে অন্যায় ভাবে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  উপজেলা ভাইচ চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।

অনলাইন আপডেট

আর্কাইভ