শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ইসরাইলের খেলোয়াড়দের ভিসা দেয়নি সৌদি

 

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের আয়োজক হয়েছে সৌদি আরব। যেটা আজ মঙ্গলবার থেকে রিয়াদে শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে চেয়েছিল ইসরাইলের সাত দাবাড়ু। কিন্তু তাদের ভিসা দেয়নি সৌদি আরব। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব দাবা ফেডারেশনের সহ-সভাপতি। পাশাপাশি ইসরাইলের দাবা ফেডারেশনের সহ-সভাপতি গেলফার জানিয়েছেন সৌদি আরব তাদের ভিসা দেবে না বলে জানিয়ে দিয়েছে। অবশ্য আন্তর্জাতিক দাবা ফেডারেশন ইসরাইলের খেলোয়াড়দের ভিসা পাইয়ে দিতে নানাভাবে চেষ্টা করেছে। কিন্তু সৌদি আরব তাদের জানিয়ে দিয়েছে যে যেহেতু ইসরাইলের সঙ্গে তাদের কোনো সদ্ভাব নেই, সেহেতু তারা তাদের খেলোয়াড়দের ভিসা দিতে পারবে না। তাই গতকাল আন্তর্জাতিক দাবা ফেডারেশনের পক্ষ থেকে ইসরাইলকে জানানো হয়েছে যে তারা চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। এদিকে ইসরাইল দাবা ফেডারেশনের সভাপতি মোসে শালেব জানিয়েছেন আশ্বস্ত করেও ভিসা পাইয়ে না দিতে পারায় আন্তর্জাতিক দাবা ফেডারেশনের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিবে। 

অনলাইন আপডেট

আর্কাইভ