ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বেগম খালেদা জিয়ার পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক চলছে

ফাইল ছবি

সংগ্রাম অনলাইন : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বক্সীবাজারের বিশেষ আদালতে এই শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করছেন।

শুনানিতে অংশ নিতে খালেদা জিয়া বেলা সাড়ে ১১টার পর আদালতে পৌছান।

আগের দিন বুধবার এডভোকেট আব্দুর রেজ্জাক খান তার শুনানিতে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি বলে দাবি করেন। আদালত মুলতবি হওয়ার আগে স্বল্প সময়ের যুক্তিতর্কে এই মামলাকে রাজনৈতিক আখ্যা দেন মাহবুব হোসেন।

গত ৪ দিন ধরে যুক্তিতর্ক তুলে ধরার ধারাবাহিকতায় আব্দুর রেজ্জাক খান দাবি করেন, রাষ্ট্রপক্ষ খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। বিদেশ থেকে কে টাকা পাঠিয়েছে দুদক আদালতে তা উত্থাপন করতে পারেন নি।

আদালতে দুদকের পক্ষে উপস্থিত আছেন এডভোকেট মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, এডভোকেট মীর আব্দুস সালাম, এডভোকেট আমিন উদ্দিন মানিক প্রমুখ।

খালেদা জিয়ার পক্ষে আইনজীবীদের মধ্যে আরো উপস্থিত আছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ